ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

৮০ ভাগ মানুষ বাড়ি-মালিকদের কাছে জিম্মি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ২৩ এপ্রিল ২০১৭



বাড়ি ভাড়া আইন ১৯৯১ পুনর্বাস্তবায়ন হওয়ায় দেশের শতকরা ৮০ ভাগ মানুষ বাড়ি-মালিকদের কাছে জিম্মি হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ গনতান্ত্রিক মুক্তি আন্দোলন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি ভাড়া আইন শুধু কাগজে কলমেই আছে; বাস্তবে এর কোন প্রতিফলন নেই বলে শোষনের শিকার হচ্ছেন ভাড়াটিয়ারা। অচিরেই বাড়ি ভাড়া নির্ধারনে হাইকোটের্র নির্দেশিত কমিশন গঠনে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান তারা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি