ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৮০ রানের লক্ষ্যে ২ ওভারেই ৪০ তুলল প্রোটিয়ারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ২৪ অক্টোবর ২০২২

কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক

২০১৬ সালের পর দীর্ঘ ছয় বছরের আক্ষেপ শেষে বিশ্বকাপের মূল পর্বে খেলছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণই করেছেন রাজা-আরভিনরা। মাধেভেরের ব্যাটে তুলতে পেরেছেন মাত্র ৭৯ রান।

জবাবে প্রথম ওভারেই চারটি চার ও এক ছয়ে ২৩ রান নেয়ার পর দ্বিতীয় ওভারেও চার বাউন্ডারিতে ১৭ রান তুলে নিয়ে চল্লিশে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে ৩৯ রানই আসে কুইণ্টন ডি ককের ব্যাট থেকে। বাকি রানটি আসে নো-বল থেকে।

এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় এই ম্যাচে অবশ্য বৃষ্টি বিঘ্ন ঘটায়। যার দরুন বেশ দেরিতেই খেলা শুরু হয় এবং প্রতি দলের ইনিংস নেমে আসে ৯ ওভারে। 

এমনই অতি সংক্ষিপ্ত ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান তুলতে পারে জিম্বাবুয়ে।

শুরু থেকেই ক্রেইগ আরভিনদের চাপে রাখেন প্রোটিয়া বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারে অধিনায়ক আরভিনকে (২ রান) ফেরান ওয়েইন পারনেল। পরের ওভারে রেগিস চাকাভা (৮ রান) ও ইনফর্ম সিকান্দার রাজাকে (০ রান) ফেরান লুঙ্গি এনগিডি।

পরের ওভারে ডেভিড মিলারের বুলেট গতির থ্রোতে রান আউট হয়ে ফেরেন শন উইলিয়ামসও (১ রান)। ফলে মাত্র ১৯ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। 

এ অবস্থায় পঞ্চম উইকেট জুটিতে ওয়েসলি মাধেভেরে এবং মিল্টন শুম্বা মিলে ৬০ রান যোগ করলে ওই স্কোর দাঁড় করাতে পারে জিম্বাবুয়ে। এই জুটিতে অবশ্য বেশি আগ্রাসী ছিলেন মাধেভেরেই।

তরুণ এই জিম্বাবুইয়ান ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া শুম্বার ব্যাট থেকে আসে ১৯ রান। 

প্রোটিয়া বোলারদের মধ্যে এনগিডি ২০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি