ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিআইজিডির জরিপ

৮১% মানুষ চায় এই সরকার থাকুক যতদিন প্রয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৪

দেশের ৮১ শতাংশ মানুষ চান সংস্কার সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন, ততদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকুক। আর ৭১% মানুষ মনে করেন দেশ ঠিক পথে যাচ্ছে। আর ১৩ শতাংশ মানুষ মনে করেন দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। এমন চিত্রই উঠে এসেছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি এর জরিপে। 

‘পালস সার্ভে ২০২৪: জনগণের মতামত অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক এই জরিপ করা হয় গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। 

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিআইজিডির সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান জরিপের ফল তুলে ধরেন। পরে প্যানেল আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য মামুন আবদুল্লাহিল ও ভূঁইয়া আসাদুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমীন এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন।

জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশের ৩৮ শতাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার তিন বছর বা তার বেশি সময় থাকা উচিত; ৯ শতাংশ মনে করে এই মেয়াদ হতে পারে দুই বছর; আর ৩৫ শতাংশ মানুষ  মনে করে অন্তর্বর্তী সরকারের এক বছর থাকা উচিত। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ মানুষের ধারণা, দেশ সঠিক দিকে যাচ্ছে। অর্থনীতি সঠিক দিকে যাচ্ছে মনে করে ৬০ শতাংশ।

জরিপের ফল অনুযায়ী, ৪০ শতাংশ মানুষ মনে করে দেশের প্রধান সমস্যা অর্থনীতি (মুদ্রাস্ফীতি/ ব্যবসায়িক অস্থিতিশীলতা)। ১৫ শতাংশের মতে প্রধান সমস্যা বন্যা, ১৩ শতাংশের মতে রাজনৈতিক অস্থিরতা এবং ৭ শতাংশের মতে আইনশৃঙ্খলার অবনতি।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের দলীয় রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে ৮৪ শতাংশ। আর ৮১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধকে সমর্থন করে। ৭২.২ শতাংশ মানুষ মনে করে, সাধারণ সময়ের তুলনায় আগস্টে অপরাধ বাড়েনি আর ২৫ শতাংশ মনে করে বেড়েছে। 

জরিপে দেশের ৬৪ জেলার ৪ হাজার ৭৭৩ জনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। এর মধ্যে ২ হাজার ৩৬৩ জনের ওপর জরিপ করা হয়, যা মোট নমুনার ৪৯ শতাংশ। এতে নারী-পুরুষের অনুপাত ৪৩: ৫৭। উত্তরদাতাদের ৬৭ শতাংশ গ্রামের এবং ৩৩ শতাংশ শহরের বাসিন্দা। বিআইজিডির আগের চারটি গবেষণা থেকে নমুনা নেওয়া হয়। সেগুলো হলো– এশিয়া ফাউন্ডেশন ও বিআইজিডি সার্ভে ২০২৪, ইয়ুথ সার্ভে ২০২১, মাদ্রাসা সার্ভে ২০২০ এবং ছাত্র পোল ২০২৪।


এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি