ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৮৩ প্রেক্ষাগৃহে ‘ইন্সপেক্টর নটি কে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ২৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সারাদেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘ইন্সপেক্টর নটি কে’। ২৬ জানুয়ারি (শুক্রবার) সিনেমাটি সারাদেশে মুক্তি পাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়।

‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করেন কলকাতার অশোক পাতি। ছবিটির অধিকাংশ শ্যুটিং হয় ইতালিতে। আর কিছু অংশের শ্যুটিং হয় ভারতে। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে চলচ্চিত্রটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিটি শুক্রবার মুক্তি পাবে কি না এ নিয়ে ছিল এক ধরণের  অনিশ্চয়তা। অবশেষে এ দেশের দর্শকদের জন্য একযোগে সারাদেশের প্রেক্ষাগৃহে আসছে ‘ইন্সপেক্টর নটি কে’।    

নিম্নে হল তালিকা দেওয়া হলো-      

বলাকা– ঢাকা, মধুমিতা– ঢাকা, শ্যামলী– ঢাকা, সনি– ঢাকা, চিত্রামহল– ঢাকা, আনন্দ– ঢাকা, সেনা- ঢাকা ক্যান্টনমেন্ট, বি জি বি- ঢাকা, মুক্তি– ঢাকা, গীত– ঢাকা, নিউ গুলশান- জিঞ্জিরা, ঢাকা, রানিমহল- ডেমরা, চন্দ্রিমা– শ্রীপুর, চম্পাকলি– টঙ্গী, বর্ষা– জয়দেবপুর, নিউ মেট্রো– নারায়ণগঞ্জ, চাঁদ মহল– কাচপুর, মনিহার– যশোর, নন্দিতা– সিলেট, রুপকথা– পাবনা, শাপলা– রংপুর, ছায়াবানী– ময়মনসিংহ, অভিরুচি– বরিশাল, আলমাস– চট্টগ্রাম, শংখ– খুলনা, চিত্রালী– খুলনা, মডার্ন– দিনাজপুর, মমতাজ– সিরাজগঞ্জ, রুপালী– কুমিল্লা, গ্যারিসন- কুমিল্লা ক্যান্টনমেন্ট, কাকলী– শেরপুর, মনোয়ার– জামালপুর, মানসী– কিশোরগঞ্জ, পান্না– মুক্তারপুর, ঝংকার– পাঁচদোনা, কেয়া– টাঙ্গাইল, পূর্বাশা– সান্তাহার, চিত্রবানী– গোপালগঞ্জ, মধুমতি– ভৈরব, নবীন– মানিকগঞ্জ, চলন্তিকা– গোপালদী, তিতাস– পটুয়াখালী, সিক্তা– ধুনট, ছন্দা– পটিয়া, উর্বশী– ফুলবাড়ি, বনলতা– ফরিদপুর, হীরক– গোবিন্দগঞ্জ, মনিকা– সায়েস্তাগঞ্জ, রাজ– কুলিয়ারচর, বনানী– কুষ্টিয়া, মেহেরপুর– মেহেরপুর, মুন– মুক্তাগাছা, ফিরোজ মহল– পাগলা, তামান্না– সৈয়দপুর, সাধনা– রাজবাড়ী, সঙ্গীতা– সাতক্ষীরা, কল্লোল– মধুপুর, অবসর– বিরামপুর, ঝর্না– দাউদকান্দি, অপর্ণা– খোকসা, বানী- চর অ্যালেক্সান্ডার, ভাই ভাই– সখিপুর, লিলি– কুলাউড়া, মুক্তি– চান্দাইকোনা, আলমডাঙ্গা, অনামিকা– পিরোজপুর, আনন্দ– তানোর, আয়না– আক্কেলপুর, বাবু– কিশোরগঞ্জ, ছন্দা- কালীগঞ্জ, দিনান্ত– কেশরহাট, গ্যারিসন– দয়ারামপুর, জনতা– জলঢাকা, লাইট হাউজ– পারুলিয়া, মমতাজ মহল– নীলফামারী, নসীব– সাপাহার, রাজু– ঈশ্বরদী, রংধনু– নজিপুর, শাহিন– বল্লাবাজার, সোনালী– ঘোড়াঘাট, সনি– ইসলামপুর, উল্লাস– বীরগঞ্জ।

 

এসি/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি