৮৫তেও কর্মচঞ্চল অর্থমন্ত্রী
প্রকাশিত : ১০:২৭, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৫৮, ২৫ জানুয়ারি ২০১৮
আজ ২৫ জানুয়ারি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জন্মদিন। আজ ৮৫ বছরে পা রাখলেন বিশিষ্ট এ অর্থনীতিবিদ। বয়স ৮৫ হলেও বার্ধক্য তাকে ছুঁতে পারেনি। এখনও ‘ফুল টাইম’ সার্ভিস দিচ্ছেন তিনি।
আবুল মাল আবদুল মুহিতের জন্মদিন আড়ম্বরপূ্র্ণভাবেই পালিত হবে। সদা কর্মচঞ্চল অর্থমন্ত্রী আজও স্বাভাবিক কর্মতৎপরতা অব্যাহত রাখবেন। জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে তার দফতরের কর্মকর্তারা এবং অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কল্যাণ সমিতির নেতা ও সদস্যারা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জন্মদিনে নিজের লেখা গবেষণাধর্মী ‘সঙ্কট এবং সুযোগ’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করবেন মুহিত। আজ বিকেল সাড়ে ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে বইটির প্রকাশক প্রতিষ্ঠান ‘সময় প্রকাশনী’। এ সময় প্রকাশকরা আবুল মাল আবদুল মুহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। এছাড়া রাত ৮টায় ইস্কাটন রোডের সুং গার্ডেনে তার পরিবারের সদস্যেরা অর্থমন্ত্রীর জন্মদিন পালন করবেন।
১৯৩৪ সালে সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবুল মাল আবদুল মুহিত। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আবদুল হাফিজের দ্বিতীয় ছেলে মুহিত। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।
১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর অক্সফোর্ড ও হার্ভার্ডে উচ্চশিক্ষা নেন মুহিত। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেয়ার পর তখনকার পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, মুহিত তখন ওয়াশিংটন দূতাবাসে কূটনৈতিক দায়িত্বে ছিলেন। পরে তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখেন।
দেশ স্বাধীন হওয়ার পর সরকারি গুরুত্বপূ্র্ণ দায়িত্ব পালন করেন। মোট ১১ বার ও টানা নয়বার বাংলাদেশের বাজেট ঘোষণা করার রেকর্ড রয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতের।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মুহিতকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার। জন্মদিনের শুভেচ্ছা বর্ষীয়ান এই রাজনীতিককে।
/ এআর /