ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৮৬ বছর বয়সে ফের বিয়ে করলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী চাবালিত ইয়ংচাইযুব (৮৬) চর্তুবারের মতো বিয়ে করেছেন। তার নতুন স্ত্রী ওরাথাই সোরাকানের বয়স ৫৩। প্রায় এক দশক একসঙ্গেই কাটিয়েছেন তারা।

গত ১৫ মে ৮৬ তম জন্মদিন উদযাপন করেন চাবালিত ইয়ংচাইযুব। তার চার দিনের মাথায় ১৯ মে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।

ওরাথাই সোরাকান থাইল্যান্ডের নাখন সোয়ান শহরের বাসিন্দা। তার বাবা দেশটির সাবেক সিনেটর নিপন সোরাকান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর চাবালিত ইয়ংচাইযুব বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

বিয়ের পর ব্যাংককের কাসেট-নাবামিন এলাকার নতুন বাসায় উঠেছেন এই নবদম্পতি। চাবালিত ইয়ংচাইযুব জানিয়েছেন, ১০ বছর আগে এর আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এ পুরো সময় জুড়ে ওরাথাই সোরাকান তার দেখাশুনা করেছেন। অসুস্থ হলে সেবা করেছেন।

থাইল্যান্ডের সাবেক এই প্রধানমন্ত্রী জানান, তিনি নতুন স্ত্রীকে সব সময় সম্মান করেন এবং তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও  নিয়ে যান।  

(সূত্র:ব্যাংকক পোস্ট)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি