৮৮ রানের লিড বাংলাদেশের; হাতে ৯ উইকেট
প্রকাশিত : ১৭:৫১, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৩৯, ২৮ আগস্ট ২০১৭
মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক বাংলাদেশ। ২২ ওভারে ৪৫ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন টাইগাররা।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে সৌম্য সরকারকে হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ১৫ রান করেই অ্যাশটন অ্যাগারের বলে ওসমান খাজার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। আর ব্যক্তিগত ৩০ রান নিয়ে ক্রিসে আছেন ওপেনার তামিম ইকবাল। সৌম্য আউট হয়ে যাওয়ার পর তামিমকে সঙ্গ দিতে ক্রিসে আসেন তাইজুল ইসলাম। তবে তিনি এখনও রানের খাতা খুলতে পারেননি। মঙ্গলবার ৮৮ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন এই দুই ব্যাটসম্যান।
এর আগে সোমবার অস্ট্রেলিয়াকে ২১৭ রানে অলআউট করে ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে সোমবার ৩ উইকেটে ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ধুঁকতে থাকা অজিরা নবম উইকেটে অ্যাগার ও কামিন্সের দৃঢ়তায় গুটিয়ে যাওয়ার আগে ২১৭ রান সংগ্রহ করে।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটাই অস্ট্রেলিয়ার সর্বনিম্ম সংগ্রহ। এর আগে ২০০৬ সালে ফতুল্লা টেস্টে ২৬৯ রানে অলআউট হয় অজিরা। এর আগে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে পড়ে সোমবার চা বিরতির পর ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যাস্টন অ্যাগার-কামিন্সের আগে বাংলাদেশের বোলারদের বিপক্ষে যা একটু লড়েছেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব।
অস্ট্রেলিয়ার হয়ে রেনশ ৪৫ এবং হ্যান্ডসকম্ব করেন ৩৩ রান। গ্লেন কামিন্স ২৫ এবং ম্যাক্সওয়েল আউট হন ২৩ রান করে। ডেভিড ওয়ার্নার ৮ এবং উসমান খাজার ১ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টেস্ট র্যাংকিংয়ের নাম্বার ওয়ান ব্যাটসম্যান ও অজি অধিনায়ক স্টিভেন স্মিথও। আউট হয়ে সাজঘরে ফিরার আগে স্কোরবোর্ডে ৮ রান যোগ করেন তিনি। ওয়েড ফিরেছেন ৫ রান করে। তবে ৪১ রানে অপরাজিত থাকেন এর আগে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে পড়ে সোমবার চা বিরতির পর ২১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যাস্টন অ্যাগার-কামিন্সের আগে বাংলাদেশের বোলারদের বিপক্ষে যা একটু লড়েছেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব।
অস্ট্রেলিয়ার হয়ে রেনশ ৪৫ এবং হ্যান্ডসকম্ব করেন ৩৩ রান। স্কোরবোর্ডে ২৫ রান যোগ করতেই আউট হন প্যাট কামিন্স ২৫। এবং আর ব্যক্তিগত ২৩ রান করে সাকিবের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফিরেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার আউট হওয়ার আগে যোগ করেন ৮ রান। উসমান খাজাকে ক্রিসে দাঁড়াতেই দেননি মেহেদী হাসান। ব্যক্তিগত ১ রানে আউট হন তিনি। দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ব্যক্তিগত ৮ রানে সাজঘরে পাঠান মিরাজ। ওয়েড ফিরেছেন ৫ রান করে। তবে ৪১ রানে অপরাজিত থাকেন অ্যাগার।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি নেন সাকিব আল হাসান। তিনটি উইকেট নেন মেহেদী মিরাজ। আর একটি উইকেট তোলেন তাইজুল ইসলাম।