ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

৯ বছর পর চলচ্চিত্রে ফিরছেন উর্মিলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৫ জুন ২০১৭ | আপডেট: ১২:১৭, ৭ জুন ২০১৭

দীর্ঘ বিরতির পর বলিউডের ‘রঙ্গিলা’ কন্যা ঊর্মিলা মাতন্ডকার হঠাৎ করেই আবারো গণমাধ্যমের শিরোনাম হলেন। আজ থেকে প্রায় ৯ বছর আগে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল সতীশ কৌশিকের ‘কর্জ’ ছবিতে। এরপর টেলিভিশনের এক রিয়্যালিটি শো’র বিচারকের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তবে, অভিনয় দিয়ে নয়, ইরফান খানের ‘রাইতা’ সিনেমায় একটি বিশেষ গানে দেখা যাবে তাঁকে।

‘রাইতা’ ছবির পরিচালক অভিনয় দেও তার ছবিতে ঊর্মিলা মাতন্ডকারকে পেয়ে যারপরনাই খুশি। কারণ, কাজ বাছাইয়ের ব্যাপারে এ অভিনেত্রীর খুঁতখুঁতে স্বভাবের কথা কমবেশি সবাই জানেন। অনেক দিন পর এই ছবির গানে তিনি কাজ করতে রাজি হয়েছেন, এতেই নির্মাতা আনন্দিত। আর তাঁর দুর্দান্ত নাচের কথা নিশ্চয়ই ভক্তরা ভুলে যাননি।

পরিচালক জানান, ‘ছবির এই গানটির জন্য আমরা এমন একজনকে খুঁজছিলাম, যিনি খুব ভালো পারফরমার ও একই সঙ্গে জনপ্রিয়। আমাদের পছন্দের সঙ্গে ঊর্মিলা একেবারে মিলে গেছে।’

এই গানের কোরিওগ্রাফি করবেন রজিত দেব। জুলাই মাসে ছবির শুটিং শুরু হওয়ার কথা। আর এই বিশেষ গানের শুটিং করতে প্রায় সাত দিন লেগে যাবে বলেও জানান পরিচালক। কমেডি ঘরানার এই ছবিতে ইরফানের বিপরীতে দেখা যাবে কৃতী কুলহারিকে। সূত্র : বলিউড হাঙ্গামা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি