ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

৯০০তম জয় তুলে নিয়েছেন নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৫ জুন ২০১৮

ফ্রেঞ্চ ওপেনে নাদাল ঝলক যন চলছেই। শেষ ষোলোয় ম্যাক্সিমিলিয়ান মারাটারের সঙ্গে আড়াই ঘণ্টার শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ৯০০তম জয় তুলে নিয়েছেন রাফায়েল নাদাল। গত সোমবার টারাটারকে ৬-৩, ৬-২ ও ৭-৬ গেমে পরাজিত করেন নাদাল।

এদিকে নাদালবদে মাঠে নামছেন দিয়াগো শারটজম্যান। ফ্রান্স ওপেনে সবচেয়ে কম উচ্চতার (৫ ফুট ৭ ইঞ্চি) দিয়াগো শেষ আটে লড়বেন নাদালের বিপক্ষে। এদিকে কেলভিন এন্ডারসনকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছেন সুজানে ল্যাংলেন। কোয়ার্টার ফাইনালে নাদালের মুখোমুখি হবেন আর্জেন্টাইন এ তারকা।

সূত্র: গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি