৯০৫ জন নিয়োগ দেবে শক্তি ফাউন্ডেশন
প্রকাশিত : ১৮:১৫, ২০ অক্টোবর ২০১৭
‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। এ প্রতিষ্ঠানটি তাদের লোকবল বৃদ্ধির লক্ষে ৮ পদে নিয়োগ দেবে ৯০৫ জন।
পদের নাম ও পদসংখ্যা-
রিজিওনাল হেড-৫ জন, এরিয়া সুপারভাইজার-৫০ জন, শাখা ব্যবস্থাপক-১০০ জন, ব্রাঞ্চ একাউন্টেন্ট-৫০ জন, এগ্রো ডেভেলপমেন্ট অফিসার (মাঠ কর্মী)- ১৫০ জন, ক্রেডিট অফিসার (মাঠ কর্মী)-৪০০ জন, ক্রেডিট অফিসার (মাঠ কর্মী)-১০০ জন, প্যারামেডিক-চুক্তি ভিত্তিক (হেলথ প্রোগ্রাম)-৫০ জন।
যোগ্যতা-
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। তাই বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে জীবন-বৃত্তান্ত, অভিজ্ঞতার ধারাবাহিক বিবরণ, ফোন নাম্বার, দু’জন রেফারেন্সকারীর ফোন নাম্বারসহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উল্লেখ করে শক্তি ফাউন্ডেশনের ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
ঠিকানা
বরাবর সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাভান্টেজড উইমেন, বাড়ি নম্বর # ৪, রোড নম্বর # ২৭, ব্লক # জে, বনানী, ঢাকা-১২১৩।
সূত্র: দৈনিক প্রথম আলো (২০.১০.২০১৭)
আরও পড়ুন