ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

৯১ বছর বয়সে স্নাতক ডিগ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১২:৫২, ১৪ আগস্ট ২০১৭

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ `হায়াও` এর এক নারী ৯১ বছর বয়সে স্নাতক ডিগ্রী লাভ করেছেন। স্নাতক ডিগ্রী অর্জন তাঁর জীবনের স্বপ্ন পূরণ করেছে বলে জানান `নানী` কিমলান জিনাকুল। বুধবার তিনি থাই রাজার হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন।
৯১ বছর বয়সী `নানী` কিমলান বলেন, আমার মধ্যে সবসময় শিক্ষাগ্রহণের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করতো। সবসময় ভাবতাম শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই, যে কোনো সময়েই এটা করা যায়। আর এই নীতিতে বিশ্বাসী তিনি তাঁর স্বপ্ন পূরণ করতে পেরেছেন।
থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থীদের একজন কিমলান জিনাকুল। তাঁর জীবনের বিশেষ দিন এটি। কারণ এদিন তাঁকে স্নাতক ডিগ্রির সার্টিফিকেট দেন রাজা `দশম রাম`।
জানা গেছে, কিমলান লামপাং প্রদেশের বাসিন্দা। চীনা বংশোদ্ভুত পরিবারে জন্ম নেয়া কিমলান বেড়ে উঠেছেন লামপাং-এ। প্রদেশের শীর্ষ স্কুলে তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থীদের একজন। কিন্তু রাজনৈতিক কারণে তাঁর পরিবারে ব্যাংককে চলে আসতে বাধ্য হয় এবং সেখানেই তার বিয়ে হয়। দীর্ঘ বিরতির পর অদম্য স্পৃহা নিয়ে ফের পড়ালেখা শুরু করেন কিমলান। সূত্র: বিবিসি।
 
//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি