ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৯৫ শতাংশ রোহিঙ্গাকেই অস্বীকার করছে মিয়ানমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম দফায় বাংলাদেশের দেওয়া রোহিঙ্গার তালিকার ৯৫ শতাংশেরও বেশি রোহিঙ্গাকে অস্বীকার করে এর দায় বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছে মিয়ানমার।

গত মাসে বাংলাদেশের দেওয়া তালিকা থেকে আট হাজার ৩২ জন রোহিঙ্গার মধ্যে মাত্র ৩৭৪ জনের তথ্য সঠিক পেয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব মিয়ন্ত থু। তাই প্রথম ব্যাচে ওই ৩৭৪ জনকে প্রত্যাবাসন করা হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার নেপিডোতে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন তিনি।

মিয়ানমার জানিয়েছে, বাকি সাত হাজার ৬৫৮ জন রোহিঙ্গা আদৌ কখনও রাখাইনের বাসিন্দা ছিল কি-না সে বিষয়ে দেশটি নিশ্চিত নয়।

মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল উইন তুন ওই সংবাদ সম্মেলনে জানান, প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ যে তালিকা দিয়েছিল তাতে তিনজন ‘সন্ত্রাসী’ রয়েছে।

তবে বাংলাদেশ সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, মিয়ানমারের কাছ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার আগ পর্যন্ত এ বিষয়ে তার মন্তব্য করা ঠিক হবে না। তিনি বলেন, যদি সঠিক তথ্য না দেওয়া হতো তবে মিয়ানমার তিন শরও বেশি ব্যক্তির পরিচয় কিভাবে নিশ্চিত করলো।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের দেওয়া রোহিঙ্গা নিপীড়ন নিয়ে যে দুটি প্রতিবেদন উত্থাপিত হয়েছে সেগুলো বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মিয়ানমার সরকারের মুখপাত্র। জাতিসংঘ মানবাধিকার পরিষদ গত সোমবার মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার যে শঙ্কা প্রকাশ করেছে, গতকালের সংবাদ সম্মেলনে তা উড়িয়ে দেন নেপিডোর কর্মকর্তারা। অং তুন থেট বলেন, ‘আমরা আমাদের বিবেকের কাছে পরিষ্কার যে গণহত্যা, জাতিগত নিধনযজ্ঞ এ ধরনের কোনও কিছুই আমাদের দেশে ঘটেনি।’

উল্লেখ্য, মিয়ানমার থেকে পালেয়ে এসে বাংলাদেশে অবস্থানরত ১১ লাখেরও বেশি রোহিঙ্গার মধ্যে প্রত্যাবাসনের জন্য গত মাসে প্রথম দফায় আট হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারের হাতে দেওয়া হয়েছিল।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি