ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৯৬ ঘণ্টার মধ্যেই সাকিবের ভাগ্য নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। একের পর এক দুঃসংবাদ তাকে ক্রিকেট থেকে অনকটাই দূরে সরিয়ে নিয়ে গেছে। এর মধ্যে আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে হবে বিসিবিকে।  আর এর মধ্যেই প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি দলে ফিরছেন। তবে তার লাল-সবুজের জার্সিতে ফেরাটা খুব সহজ নয় এবার। 

আগামী ১২ জানুয়ারির দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলা নিয়ে শঙ্কায় থাকা সাকিবের ভাগ্য নির্ধারণ হবে। 

এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় নিরাপত্তা শঙ্কায় দেশে ফেরা হয়নি এই ক্রিকেটারের। খেলতে পারেননি আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও। এছাড়াও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারছেন না। 

এর মাঝেই বোলিং অ্যাকশন নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব খেলতে পারবেন কিনা এ বিষয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুরকে।

জবাবে তিনি বলেন, সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, খুবই বিস্ময়কর। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কি না এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলার ব্যাপারে বাধা কি শুধু বোলিং অ্যাকশন? লিপুর ভাষ্য, এটা আসলে আমরা নির্বাচকদের কাছ থেকে জানতে চেয়েছি যে, তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছেন কি না। এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি।

‘যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। আমাদেরকে আসলে...হয়তো এভ্রি মিনিট কাউন্টস। আশা করি, দুই-এক দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’

তিনি আরও বলেন, সাকিব ইস্যুটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার জন্যও যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটার জন্য। কাজেই সময় আমার মনে হয় বড় ফ্যাক্টর নয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারব।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।


এমকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি