ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

৯৯৯ নম্বরে ফোন কলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৬ নভেম্বর ২০২৩

পাবনার ভাঙুরার দিলপাশা রেল স্টেশনের কাছাকাছি কিছু অংশ ভেঙ্গে গিয়ে রেললাইন ফাঁক হয়ে আছে। এতে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বিষয়টি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান  সাকিব নামে এক যুবক।

এ অবস্থায় কলার বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবগত করার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। ঘটনাটি ঘটেছে শনিবার  (২৫ নভেম্বর) বিকালে।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ এবং রেল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানান।

সংবাদ পেয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় রেলওয়ের যাত্রীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি