ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

শাকিবের নায়িকা রোদেলাকে নিয়ে গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:০৬, ৪ অক্টোবর ২০১৮

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্প্রতি মহরত হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘শাহেনশাহ’র। এ মূহুর্তে চলছে শুটিং-এর প্রস্তুতি। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটবে টিভি চ্যানেলের একসময়ের সংবাদ উপস্থাপক রোদেলা জান্নাতের। এদিকে তিন বছর আগে ফেসবুকে পোস্ট করা কিছু স্থিরচিত্র সামনে চলে আসায় ঢালিউডের এ নয়া নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন। ছবিতে রোদেলাকে তার ‘বাগদত্তা’ বলে দাবি করেছেন সাজিদ হোসেন রোহেল নামের এক ব্যক্তি। দুজনের অন্তরঙ্গ কিছু স্থিরচিত্র ঘুরছে ফেসবুকে। যদিও বিষয়টি একে বারে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা।

এ বিষয়ে রোদেলা জান্নাত বলেন, ‘রোহেল আমার বয়ফ্রেন্ড ছিল। আমাদের মধ্যে গভীর সম্পর্কও ছিল। পরে সে সম্পর্ক আর এগোয়নি। তবে হ্যাঁ, বাগদান হওয়ার কথা ছিল। পারিবারিকভাবে সবকিছু এগিয়েছিল। আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম, বাগদান হবে। কিন্তু এরপর আমি নিজেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’

আরও পড়ুন : কে এই রোদেলা

তিনি আরও বলেনা, ‘তার সঙ্গে অবশ্যই আমার একটা সম্পর্ক ছিল। তবে ২০১৬ সালের পর আমাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। আমি পড়াশোনা আর গবেষণার কাজ নিয়ে ব্যস্ত আছি। এটা আমার অতীতের একটা অংশ।’

রোদেলা বলেন, ‘যে গুঞ্জন রটেছে তা একেবারেই ফালতু। যাকে নিয়ে কথা হচ্ছে, সে তো মিডিয়ার ছেলে। চাইলেই যে কেউ তার সঙ্গে কথা বলতে পারবেন। সবার পরিবার আছে, আমারও আছে। বিয়ে লুকানোর মতো কোনো ব্যাপার না। চাইলেও কেউ তা লুকাতে পারে না। এরপরও যদি কেউ এসব নিয়ে কথা বলেন, সেখানে আমার কী করার আছে!’

আরও পড়ুন : রোদেলাকে রেখে বুবলীকে নিয়ে শুটিংয়ে শাকিব

রোদেলা আরও বলেন, ‘সম্ভবত অন্য কারও সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। হয়তো সেই মেয়ের সঙ্গে তার বিয়েও হবে, তবে আমি নিশ্চিত না। আমাদের বিয়ের বিষয়টা স্রেফ গুজব। এটা কী করে সম্ভব! কে বা কারা কোন স্বার্থে এমনটা প্রচার করছে, জানি না। মানুষের তাতে কী লাভ? আমি অনেক ছোট, সিনেমায় যাত্রা এখনো শুরু হয়নি। এখনই যদি আমাকে নিয়ে ফালতু কথা বলা শুরু করে, ভবিষ্যৎ তো পড়েই আছে। আসলে সিনেমা জগৎ খুব জটিল।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি