ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোটা সংস্কার

প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বে না শিক্ষার্থীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৬:০৫, ১৪ মে ২০১৮

কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান। আজ সোমবার দুপুরে। ছবি : একুশে টিভি অনলাইন

কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান। আজ সোমবার দুপুরে। ছবি : একুশে টিভি অনলাইন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাহবাগের রাজপথ ছাড়বে না আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এমনটাই জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, আমরা আমদের যৌক্তিক দাবিতে আন্দোনল করে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষনা দেন। কিন্তু আজ ৩৩ দিন অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
এর আগে আজ সোমবার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বেলা পৌনে ১ টার দিকে রাজধানীর শাহবাগে এসে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখার সময় তারা সড়ক আটকিয়ে বিক্ষোভ করছিল।
আন্দোলনকারীদের প্ল্যাকার্ডে লেখা আছে- ‘কোটা বাতিলের প্রজ্ঞাপন কই?’, ‘কোটা বাতিলের প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন দিয়ে দিন, আমরা পড়ার টেবিলে বসতে চাই’, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’, ‘শুধু মুখে নয়, লিখিত প্রজ্ঞাপন চাই’।
ছাত্র সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, আমরা অনেক দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। ৩৩ দিন পার হলেও এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি। আমাদের সঙ্গে সরকার ওয়াদা করেছে ৭ মের মধ্যে প্রজ্ঞাপন হবে। কিন্তু সেই প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। তার আজ আমার রাজপথে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল থেকে টানা ৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে। পরিপ্রেক্ষিতে ১১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানিয়ে আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত করে ঘরে ফিরে যায় শিক্ষার্থীরা। ওই ঘোষণার আজ এক মাস পেরিয়ে গেলেও এখনো কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়নি।
টিআর / এআর

এ সংক্রান্ত আরও খবর

কোটা সংস্কার : প্রজ্ঞাপন দাবিতে শাহবাগে অবস্থান

কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

ক্লাস-পরীক্ষা বন্ধ, প্রজ্ঞাপন চেয়ে বিক্ষোভে উত্তাল ঢাবি

প্রজ্ঞাপনের দাবিতে ফের আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থীরা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি