ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ সিক্যুয়ালে তৈমুর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ১ এপ্রিল ২০১৮

বহুদিন ধরে শোনা যাচ্ছিল, করণ জোহর তৈরি করতে যাচ্ছেন ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর সিক্যুয়াল। আর সে সিনেমাতে নাকি করণের খুঁদে স্টুডেন্ট হতে যাচ্ছেন তৈমুর আলি খান।

সম্প্রতি কারিনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। আর সেখানে তিনি বলেছেন, ‘আমি চাই তৈমুর স্টুডেন্ট ৫ হোক।’ তারপরই শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন : মায়ের কোলে স্কুলে যাচ্ছে তৈমুর, ছবি ভাইরাল

শোনা যাচ্ছে, ছোট্ট নবাবের শৈশব ক্যামেরার বন্দি করে রাখতে চান কারিনা। তাই নায়িকার নজর করণের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর সিক্যুয়ালর দিকে।

আরও পড়ুন : ক্যামেরা থেকে আড়াল করায় তৈমুরের কান্না

কারিনার ইচ্ছা করণের সঙ্গে সেলুলয়েডের পর্দায় আসুক তৈমুর। যদিও পুরোটাই গুজব। কারণ এমহুর্তে নবাব পরিবার থেকে এমন কোন ঘেষণা আসেনি। আপাতত তৈমুর ব্যস্ত তাঁর স্কুল নিয়ে। মা কারিনার কোলে চেপে নিয়মিত প্লে স্কুলে যাচ্ছে তৈমুর।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি