ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

কিডনীর সিস্ট কী: ডা. শামীম আহমেদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২৫ অক্টোবর ২০১৮

কিডনীতে বিভিন্ন ধরণের সিস্ট হয়। কর্টিকাল সিস্ট তার মধ্যে অন্যতম। সিস্ট হচ্ছে এক ধরণের পানি ভর্তি থলি। প্রায়ই এ ধরণের রোগী পাওয়া যায়। কর্টিকাল সিস্ট হলে রোগী ভাবেন তার কিডনী বোধ হয় নষ্ট হয়ে যাবে। কিন্তু এ ধারণা একেবারেই ভুল।

রেনাল কর্টিকাল সিস্ট এক ধরণের নির্দোষ অবস্থা। বেশীর ভাগ ক্ষেত্রেই এ থেকে বড় কোনো সমস্যা হয় না। কিডনী কাটলে দু’টি অংশ পাওয়া যায়। বাইরের দিককে বলে কর্টেক্স এবং ভেতরের অংশকে বলে মেভুলা। কর্টিকাল সিস্ট কর্টেক্সে হয়। মানুষের বয়স যত বাড়ে তত সিস্ট হবার বুঁকি বাড়ে। কর্টিকাল সিস্ট ১০ থেকে ১৫ সেন্টিমিটার বা তার থেকেও বড় হতে পারে।  একটা কিডনীর জন্য কোনো ক্ষতি করে না।

এছাড়া বারবার প্রসাব দু’টি কারণে হতে পারে। একটি হলো- ইনফেকশন হলে এমন হতে পারে। আর দ্বিতীয়টি হলো শরীরের অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। এটা নিয়ে ভয়ের কিছু না। এমন হলে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।

প্রতিকার

কিডনী রোগ প্রতিরোধ হলো আসল চিকিৎসা। কিডনী রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়লে ৯০ ভাগ রোগীর ভাল হওয়ার সম্ভাবনা থাকে। কিডনী রোগে প্রতিরোধে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

পরামর্শদাতা: অধ্যাপক ডা. শামীম আহমেদ

জাতীয় কিডনী ইনষ্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক। 

আরো পড়ুন : কিডনী রোগের লক্ষণ কী, প্রতিকার কিভাবে: ডা. শামীম আহমেদ (ভিডিও)

ভিডিও

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি