ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

খালেদা জিয়াকে ছাড়া কি বিএনপি নির্বাচনে যাবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১ নভেম্বর ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানও দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনের নির্বাসিত জীবন থেকে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না।

প্রচলিত আইন অনুযায়ী বিএনপির এই দুই শীর্ষ নেতাই নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদি না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দণ্ড মওকুফ করে কিংবা রায় স্থগিত করে। বিএনপি এখনও আশাবাদী আপিল বিভাগ তাদের নৈরাশ করবে না।

কিন্তু এখনকার বাস্তবতায় বিএনপির শীর্ষ দুই নেতা এই নির্বাচনে যে অংশ নিতে পারছেন না সেটি মোটামুটি নিশ্চিত। আইন অন্তত এই কথাই বলছে। এমতাবস্থায় খালেদা জিয়াকে ছাড়া বিএনপি কী ক্ষমতায় যাবে? ফলই বা কি হবে?  

আরো পড়ুন : আ. লীগ-ঐক্যফ্রন্টের সংলাপ: দু’পক্ষ যে বিষয়গুলো ছাড় দিতে পারে

এ বিষয়ে কি ভাবছে বিএনপি। এই প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে এটিকে `হাইপোথেটিক্যাল প্রশ্ন` হিসেবে উল্লেখ করেন। বলেন, আলোচনার আগে এ ধরণের কোনো মন্তব্য করা কোনভাবেই সমীচীন নয়।

জাতীয় ঐক্য ফ্রন্টের সাত দফা দাবিকে একটি প্যাকেজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার কর্মী যখন জেলখানায়, দলের নেত্রী যখন জেলে বন্দী, তখন নির্বাচন কখনোই অর্থবহ হবে না। সেজন্যেই আমি বলছি আলোচনার মাধ্যমে এটির সমাধান করার কথা।

এদিকে নির্বাচন সামনে রেখে সরকারের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হতে যাওয়া সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাসহ ১৬ সদস্যের প্রতিনিধি অংশ নেবেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের ২১ সদস্যের প্রতিনিধিদের মধ্যে দলটির শরিক ১৪ দলীয় জোটের তিন নেতাও থাকবেন।

আরো পড়ুন : সংলাপে কোথায় ছাড় দেবো তা এখনই বলা সম্ভব নয়

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংলাপ সফল হবে কি হবে না সেটি নির্ভর করছে দু’পক্ষের ছাড় দেওয়ার উপর। যুক্তফ্রন্টের প্রধান শরিক বিএনপি এই সংলাপে কতটুকু ছাড় দেবে তা এখনও স্পষ্ট নয়।

জাতীয় ঐক্যফ্রন্ট যে সাত দফা দাবি জানিয়েছে, তার মধ্যে খালেদা জিয়ার মুক্তি কিংবা নিরপেক্ষ সরকারের দাবি অন্যতম। মূলত এই দুটি বিষয় নিয়েই দর কষাকষি হতে পারে। বিএনপি এক্ষেত্রে কতটা ছাড় দেবে এ বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আলোচনার আগেই তো আমি আপনাদের বলতে পারবো না, কোন জায়গায় পৌঁছাবো, কোন জায়গায় ছাড় দেব, কোন জায়গা ছাড়বো না। এটা তো আমার পক্ষে এখনই বলা সম্ভব না। আলোচনা হবে। যদি দেখা যায় যে আলোচনা ফলপ্রসু হচ্ছে, তখন পুরো বিষয়টি নিয়েই আলোচনা হবে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি