ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

শাস্তি মেনে নিলেন ওয়ার্নারও

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৮ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

আগের দিন স্টিভেন স্মিথ ও ক্যামেরন বেনক্রফট জানিয়েছিলেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা কোন আপিল করবেন না। এবার তাদের অনুসরণ করলেন ডেভিড ওয়ার্নারও।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে ওয়ার্নার জানান, ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শাস্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন না তিনি।

অর্থাৎ আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা মেনে নিলেন কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ‘মূল পরিকল্পনাকারী’ ওয়ার্নার।

প্রসঙ্গত, বল টেম্পারিংয়ের অভিযোগে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে সব ধরণের ক্রিকেট থেকে এক বছর করে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই অপরাধে ক্যামেরন বেনক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০১৯ সালের বিশ্বকাপের প্রায় দুই মাস আগে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে। অবশ্য নিষিদ্ধ হওয়ার পর দেশে ফিরে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার জার্সিতে আর না খেলার ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার।

বল টেম্পারিংয়ে জড়িত থাকার শাস্তি মেনে নিয়ে কেপটাউন টেস্টের এই তারকা টুইটে লেখেন, ‘আমি আজ ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানাতে চাই, আমার ওপর আরোপিত শাস্তি পুরোপুরি মেনে নিচ্ছি। আমি আমার কর্মে আন্তরিকভাবে দুঃখিত। একজন ভালো মানুষ, সতীর্থ ও রোল মডেল হতে এখন আমাকে সবকিছু করতে হবে।’

উল্লেখ্য, সদ্য সমাপ্ত কেপটাউন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের সময় বল টেম্পারিংয়ের ঘটনাটি ঘটায় অস্ট্রেলিয়া। টিভিতে ধরা পড়ে, হলুদ কাপড়ের মত কিছু একটা পকেট থেকে বের করেছিলেন বেনক্রফট। পরে সেটি লুকানোর চেষ্টা করেন তার ট্রাউজারের ভেতরে। দিনের খেলা শেষে অধিনায়ক স্মিথ দোষ স্বীকার করেন। জানান, বল টেম্পারিংয়ের চেষ্টা করার সিদ্ধান্তটি ছিল দলীয়।

সূত্র: ক্রিকইনফোে

একে//টিকে

এ সংক্রান্ত আরও খবর

এবার আইপিএলে অধিনায়কত্ব হারাতে পারেন ওয়ার্নারও

ওয়ার্নারের পাশে দাঁড়ালেন কাটার মাস্টার