ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ইটিভি ও ইটিভি অনলাইনের নামে ভুয়া সংবাদ পরিবেশন

প্রকাশিত : ০৭:০২ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার | আপডেট: ০৭:০৩ পিএম, ৪ আগস্ট ২০১৮ শনিবার

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের ইস্যুতে একুশে টেলিভিশন এবং একুশে টেলিভিশন অনলাইন (ইটিভি অনলাইন) নাম ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর খবর প্রকাশের তথ্য পাওয়া গেছে। ইটিভি এর লোগো ব্যবহার করে যেসব ফেসবুক পেইজ ও গ্রুপ থেকে এসব তথ্য ছড়ানো হচ্ছে তার সাথে একুশে টেলিভিশন ও একুশে টেলিভিশন অনলাইনের কোন যোগাযোগ, সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

কোন এক মহল তাদের নিজস্ব উদ্দেশ্যে এমনটা করে থাকতে পারে। একুশে টেলিভিশন এমন কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি এই কাজের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে ইটিভি কর্তৃপক্ষ।

একই সাথে সকলের জ্ঞাতার্থে একুশে টেলিভিশনের অনলাইন পোর্টাল এবং ভেরিফাইড ফেসবুক পেইজের লিংক এখানে সংযুক্ত করা হচ্ছে।

ওয়েব লিঙ্কঃ www.ekushey-tv.com

ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/ekushey24online

একুশে টেলিভিশন এবং একুশে টেলিভিশন অনলাইনের পক্ষ থেকে বলা হচ্ছে যে, উপরোক্ত দুইটি লিংক ব্যতিত অনলাইন ও ফেসবুকে একুশে টেলিভিশনের কোন কার্যক্রম নেই। এই দুইটি লিংক ব্যতিত আর কোন লিংক, পেইজ বা গ্রুপ থেকে দেওয়া কোন খবর বা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে ইটিভির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

//এস এইচ এস//