ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগদান সারলেন হিনা খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রূপকথার গল্পের মতই ঘটনা। মরুভূমির উপর দিয়ে উড়ে যাচ্ছে এয়ার বেলুন। আর তাতে চড়ে প্রিয় মানুষটি যদি আঙুলে আংটি পরিয়ে প্রেম নিবেদন করেন, তাহলে কেমন লাগবে! এই অনুভূতি ঠিক ব্যক্ত করা যায় না। বিগ বস-১১ জয়ি হিনা খানের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। অরবের মুরুভূমির উপর দিয়ে এয়ার বেলুনে চড়ে উড়তে উড়তে বাগদান সেরে ফেলেছেন তিনি। পাত্র রকি জয়সওয়াল।

আরও পড়ুন : কাঁদলেন হিনা খান!

জানা গেছে, দুবাই ফ্যাশান উইকে যোগ দিতে হিনা গিয়েছিলেন দুবাইতে। সেখানে সাধারণভাবেই অন্যসময়ের মত প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সকালে ঘুরতে বেরিয়েছিলেন হিনা। কারণ হিনা অ্যাডভেঞ্চার পছন্দ করেন। তাই তাঁকে খুশি করতেই এয়ার বেলুনে চড়ান রকি। আর সেখানেই নাকি ঘটেছে এমন চমক দেওয়া কাণ্ড। রকি নাকি হিনার আঙুলে আংটি পরিয়ে দেন। যেটা ধারণাও করতে পারেননি হিনা। রকির এই সারপ্রাইজে আনন্দে কেঁদে ফেলেন হিনা। রকির এই পরিকল্পনার কথা জানা ছিল না হিনার।

আরও পড়ুন : ম্যাগাজিনের কভারজুড়ে হিনা খান

প্রসঙ্গত, বহুদিন ধরে প্রযোজক জয়বন্ত জয়সওয়ালের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিলেন হিনা। অল্পদিনের মধ্যেই নাকি তাঁরা গাঁটছড়াও বাঁধবেন বলে শোনা গেছে। খুব শীঘ্রই তাঁদের এই সম্পর্কের কথা অফিসিয়ালি জানাবেন তারা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি